ফুটবলকে ঘিরে উন্মাদনা বর্ধমানে
রাহুল রায়, পূর্ব বর্ধমান: মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এ বছরও 'তুহিন সামন্ত স্মৃতি উইনার্স'এবং 'অন্নপূর্ণা গড়াই স্মৃতি রানার্স'. কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মেঝিয়ারী সতীশ চন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে। শনিবার ফাইনাল খেলায় মুখোমুখি হয়ে 'মামা ভাগ্নে স মিল' ২-১ গোলে 'ভোজপুর দেশবন্ধু সংঘ'কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মাঠে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান শিশির কুমার মণ্ডল, কাটোয়ার ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ সুব্রত মজুমদার, পূর্ব বর্ধমান জেলা তৃণমূলনেতা রাধানাথ ভট্টাচার্য, কাটোয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রণজিৎ চট্টোপাধ্যায়, সমাজসেবক পিন্টু মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষাল, করুই গ্ৰাম পঞ্চায়েত প্রধান মমতা মল্লিক, উপ-প্রধান দিপালী মণ্ডল, শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত প্রধান সাগর প্রধান,উপ-প্রধান জগন্নাথ রুদ্র সহ কাটোয়া ২নং ব্লক তৃনমূল ও যুব তৃনমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা। এই ফুটবল খেলা এবার ৬ তম বৎসরের পদার্পন করল, ফুটবলকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষজনের উন্মাদনা ছিল চোখে পড়ার মত।
No comments