নন্দীগ্রাম জুনিয়ার হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
রাহুল রায়, পূর্ব বর্ধমান: প্রতিবছর মতো এবারও কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রাম জুনিয়ার হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার। দৌড়, লং জাম্প, হাই জাম্প সহ মোট১২টি ইভেন্ট এ প্রায় নব্বই জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌরভ মন্ডল জানান, এবার থেকে আমাদের স্কুলে যে সমস্ত ছাত্র-ছাত্রী বার্ষিক পরীক্ষায় প্রথম হবে তাদেরকে অধ্যাপক তুহিন সামন্ত স্মৃতি পুরস্কার তুলে দেয়া হবে।' পড়ুয়াদের উৎসাহিত করতে ময়দানে উপস্থিত ছিলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, পূর্ব-বর্ধমান জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, গ্ৰাম কমিটির সদস্য বাপি রায়, স্নিগ্ধা সামন্তমন্ডল প্রমুখ l গোটা ময়দান জুড়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
No comments