৫৬ নম্বর রুটের বাস স্ট্যান্ড উদ্বোধন হল খড়দায়
রূপা ঘোষ: খড়দহের রুইয়া এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় কেএমডি -এর উদ্যোগে ২ কোটি ২৯ লক্ষ টাকা ব্যয়ে ২৫ স্কয়ার মিটার এলাকা জুড়ে নির্মিত ৫৬ নম্বর রুটের বেসরকারি বাস স্ট্যান্ডের আজ উদ্বোধন করলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা খড়দহের বিধায়ক অমিত মিত্র l অন্যান্যদের সঙ্গে হাজির ছিলেন সাংসদ সৌগত রায়। জানা গেছে এখান থেকেই ৫৬ নম্বর রুটের বাস সরাসরি হাওড়া পর্যন্ত যাবে। যাত্রী সুবিধার্থে এই বাসস্ট্যান্ডে রয়েছে যাত্রী প্রতীক্ষালয়, প্রসাধন, শৌচালয়, স্টার্টার এবং চালক বিশ্রাম কক্ষ এছাড়াও একটি ক্যান্টিনও তৈরী হয়েছে সবার কথা মাথায় রেখে ।
No comments