জিআরপি'র উদ্যোগে রক্তদান শিবির বর্ধমানে
রাহুল রায়, পূর্ব বর্ধমান: বর্ধমান স্টেশন চত্বরে জিআরপি থানার উদ্যোগে অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির l বৃহস্পতিবার সকালে আয়োজিত এই শিবিরে প্রায় ১০০ জন রক্তদান করেন। জনসংযোগ বাড়াতেই মূলত এই উদ্যোগ বলে জানা গেছে l রক্তদাতাদের ফুলের স্তবক ও স্মারক দিয়ে সম্মান জানালেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া। তাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইফতিকার আহমেদ, পূর্ব বর্ধমান জিআরপি থানার ওসি সুনিতা চ্যাটার্জী সহ বর্ধমান শাখা জিআরপি ও আরপিএফ এর উচ্চ পদস্থ কর্মকর্তারা।
No comments