ব্রেকিং নিউজ

কাঁচরাপাড়া রেল হাসপাতাল : দোতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা রোগীর : প্রশ্ন উঠে গেল অনেক

বিশেষ সংবাদদাতা : ভর্তি থাকাকালীন হাসপাতালের দোতলার উপর থেকে মরণ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল কাঁচরাপাড়া ওয়ার্কশপের স্টোর বিভাগের কর্মী সদানন্দ সাউ (৪৫) l ভোর পাঁচটা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে কাঁচরাপাড়া রেলওয়ে হাসপাতালে l পরে বীজপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় l জানা গেছে, উত্তর প্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা সদানন্দবাবু কর্মসূত্রে দুই ছেলে এক মেয়েকে নিয়ে কাঁচারাপাড়াতেই থাকতেন, হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু কেন তিনি এমন ঘটনা ঘটালেন তাঁর উত্তর খুঁজে পাচ্ছেন না সাউ পরিবারের লোকজন l হাসপাতালের কর্তব্যরত কর্মীরা তখন কোথায় ছিলেন, যখন এক রোগী দোতলার ছাদে চলে যায় ? কর্তব্যে গাফিলতির অভিযোগও উঠেছে কর্তব্যরত নার্স বা ওয়ার্ডবয়দের বিরুদ্ধে l এদিকে সূত্রের  খবর, হাসপাতালের পরিকাঠামো এমনিতেই ভঙ্গুর, রোগীসেবা তলানিতে ঠেকেছে , ২ /৪ জন ডাক্তার দিয়ে কোনোমতে চলছে গোটা হাসপাতাল, বহির্বিভাগও তথৈবচ l হাউসস্টাফ দিয়ে ঠেকা দেয়া হচ্ছে দিনের পর দিন, ডাক্তাদের কয়েকজন আবার বাইরে প্র্যাকটিস করে থাকেন, ভালো চিকিৎসার আশায় রেলের রোগীরা তাদের টাকা দিয়ে বাইরে দেখিয়ে থাকেন, সবাই সব জানেন, কিন্তু না জানার ভান করে থাকেন, মাঝে মধ্যে সি ডাব্লু এম বা ওই জাতীয় অফিসাররা পরিদর্শনে আসলে হাসপাতালে সাজ সাজ রব পড়ে বলে রোগীদের দীর্ঘদিনের অভিযোগ, কোনও রোগীকে সঙ্কটজনক দেখলেই কলকাতা বিআর সিং হাসপাতালে রেফার করে দেয়া হয়, একই অবস্থা প্রসূতিদের ক্ষেত্রেও, গাইনি ডাক্তার এস এন দাস এবং ডাক্তার মন্ডল চলে যাবার পর প্রসূতি বিভাগে তালা, গর্ভাবস্থায় রোগীকে ছুটতে হয়  বিআরসিং l এভাবেই দিনের পর দিন চলছে কাঁচারাপাড়া রেল হাসপাতাল, এ নিয়ে আমরা কথা বলতে গিয়েছিলাম হাসপাতাল সুপারের সঙ্গে তবে তাঁর দেখা পাওয়া যায়নি, এমনকি দূরাভাষ মাধ্যমেও তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি l

No comments