ব্রেকিং নিউজ

পুলিশের গুলিতে নিহত অধ্যাপকের মৃত্যুদিবস পালন কাটোয়ায়

রাহুল রায়, পূর্ব বর্ধমান: ২০০৭ সালে ২৫ ফেব্রুয়ারি কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত চাণ্ডুলীগ্ৰামে চাণ্ডুলী উচ্চ বিদ্যালয়ে নির্বাচন চলাকালীন সিপিএম নেতাদের অঙ্গুলিহেলনে কাটোয়া থানার তৎকালীন ওসি দেবজ্যোতি সাহা গুলি করে হত্যা করেন করেন অধ্যাপক তুহিন সামন্ত কে। কান্দির আইন কলেজের অধ্যাপক ছিলেন তিনি । কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত নন্দীগ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন অধ্যাপক তুহিন সামন্ত l ২০০৮ সাল থেকে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এর  উদ্যোগে চাণ্ডুলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রয়াত অধ্যাপক তুহিন সামন্ত'র মৃত্যু দিবস পালন করা হয়। ২৫ শে ফেব্রুয়ারি সোমবার অধ্যাপক তুহিন সামন্ত'র ১২ তম মৃত্যু দিবস উপলক্ষে কাটোয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক পদযাত্র‌ ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। কাটোয়া বিধানসভা বিভিন্ন অঞ্চল থেকে দলীয় কর্মী সমর্থকরা পদযাত্রা সহকারে চাণ্ডুলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আসেন। প্রয়াত অধ্যাপকের মূর্তিতে মাল্যদান করেন তাঁর স্ত্রী তথা কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, শরদিন্দু সামন্ত,  পুত্র ত্রিদিব সামন্ত, কাটোয়া ২নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জাগু প্রধান,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাধানাথ ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবক বিশ্বনাথ সাহা, জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল, কাটোয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রণজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ। রক্তদান শিবিরে ৫০ জন রক্তদান করেন। শ্রীবাটী অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে জলছত্র আয়োজন করা হয়। কাটোয়া  বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বনভোজনেরও  আয়োজন করা হয় এদিন ।

No comments