ব্রেকিং নিউজ

নববধূর আত্মহত্যা : মানসিক চাপে পড়ে আত্মঘাতী শ্বশুরও

দেবপ্রিয় সরকার  : পুত্রবধূর আত্মহত্যার এক মাসের মাথায়, শ্বশুরের আত্মহননের ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়াল শ্যামনগর রাউতা এলাকায়। জানা গেছে, ২ রা ডিসেম্বর স্থানীয় বাসিন্দা রাজকুমার মণ্ডলের ছেলে বাপীর হয় তাপসীর  সাথে। কিন্তু বিয়ের পরদিন থেকেই তাপসীর মোবাইল ব্যস্ততা নিয়ে স্বামী বাপী ও তার পরিবারের সন্দেহ বাড়তে থাকে। শুরু হয় অশান্তি।  আর তার জেরেই শেষমেশ আত্মঘাতী হয় তাপসী।  তাপসীর আত্মহত্যার ঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়ালে  গ্রেপ্তার হয় তাপসীর স্বামী বাপি। ছেলের গ্রেপ্তারির ঘটনায় মানসিক চাপে পড়ে  যান রাজকুমার বাবু ও তার স্ত্রী। আর সেই অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নেন রাজকুমারবাবু । যদিও জগদ্দল থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

No comments