ব্রেকিং নিউজ

ট্রাফিক গার্ডের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা হালিশহরে

সৌভিক সরকার:  বারাকপুর ট্রাফিক পুলিশ ও বারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে 30 তম ট্রাফিক  গার্ড  কুইজ প্রতিযোগিতা আয়জিত হলো হালিশহর লোকসংস্কৃতি ভবনে। হাজির  ছিলেন বীজপুর থানার ভারপ্রাপ্ত আইসি কৃষ্ণেন্দু  ঘোষ ও বীজপুর ট্রাফিক ইনচার্জ হিতুলাল সরকার এছাড়াও উপস্থিত ছিলেন হালিশহরের উপপ্রধান দেবাশিস দত্ত ও বীজপুরের তৃণমূল যুব কনভেনর সুজিত দাস। গোটা বীজপুরের মোট ৬ টি স্কুলের ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানে সফলভাবে অংশ নেয় । যেখানে প্রথম স্থানে আছে কাঁচরাপাড়া হর্নেট হাই স্কুল দ্বিতীয় স্থান অধিকার করেছে কাঁচরাপাড়া ইণ্ডিয়ান গার্লস হাই স্কুল l কুইজ নিয়ে পড়ুয়াদের মধ্যে যথেষ্ট উন্মাদনা দেখা গেছে l

No comments