ব্রেকিং নিউজ

বর্ধমানে সরস্বতী উৎসব জোরকদমে

রাহুল রায়, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের কুরচি গ্ৰামে জন কল্যাণ সংঘের সরস্বতী পূজা এবার ৭৯ তম বর্ষে পদার্পণ করলো। সরস্বতী পূজা উপলক্ষে জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় ও ইচ্ছা ডানা সেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরিত হল ৮০ জন দুঃস্থ মানুষদের মধ্যে। উপস্থিত ছিলেন জন কল্যাণ সংঘের সভাপতি আশিস  ভট্টাচার্য, সদস্য রথিন ভট্টাচার্য, মলয় রায়,  ইচ্ছা ডানা সেচ্ছাসেবী সংস্থার সম্পাদক সমর দেবনাথ, সংস্থার সদস্য সুকান্ত ভট্টাচার্য, ডলি চক্রবর্তী  প্রমুখ। গ্ৰামবাসীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় 'সংসার সিন্দুকে বিষাক্ত নাগ' যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে আজ কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে রায়পাড়া নন্দেশ্বরী সংঘেও অনুষ্ঠিত হল বাগদেবীর আরাধনা। অঞ্জলি দেয়ার জন্য গ্ৰামবাসীরা রায়পাড়া নন্দেশ্বরী সংঘের ভীড় করেন। আবার নন্দীগ্রাম জুনিয়ার হাইস্কুল এবারে সরস্বতী পুজো ৪তম বর্ষে পদার্পণ করলো। সরস্বতী পুজো শেষে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌরভ মণ্ডল ছাত্র-ছাত্রীদের প্রসাদ বিতরণ করেন। নন্দীগ্রাম শিবতলা কমিটির পক্ষ থেকে প্রতিবছর ন্যায় এবারও সরস্বতী পুজো উপলক্ষ্যে দুইদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে l

No comments