ব্রেকিং নিউজ

ভিন রাজ্যে কাজে গিয়ে ফের মৃত বর্ধমানের যুবক

 রাহুল রায়, পূর্ব বর্ধমান: ভিন রাজ্যে কাজে গিয়ে ফের খুন হলেন এক বাঙালী যুবক।মৃতের নাম শেখ শামসুদ্দিন (৩৮)। বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুরের সাহাপুরে। জানা গেছে, গত বুধবার তিনি প্রকাশ্য রাস্তায় ছুরিকাহত হন গুজরাটের সুরাটে ।বুধবার সকাল ৬ টা নাগাদ কারখানায় যাওয়ার পথে দুষ্কৃতীরা তার বুকে ছুরি চালায়।সুরাট পুলিশ রক্তাক্ত অবস্থায় শামসুদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয় l
আরও জানা গেছে, গত আট বছর যাবৎ সুরাটে এমব্রয়ডারি  কাজ করতো শামসুদ্দিন। তার স্ত্রী আঙ্গুরা বিবি বলেন, বছর খানেক আগে তারা যে বিল্ডিংয়ে ভাড়া থাকতেন, সেখানে এক প্রতিবেশীর সঙ্গে তার স্বামীর ঝামেলা হয়।তখন সে খুনের হুমকি দিয়েছিল।বলেছিল লোক লাগিয়ে খুন করাবে। তারপর অবশ্য একবছর কোন অশান্তি হয় নি। বাচ্চা হওয়ার সময় আঙ্গুরা বিবি সুরাট থেকে জামালপুরে চলে আসেন।এখন অবশ্য শামসুদ্দিন সুরাটে একাই থাকতেন।
গত এক বছরে এই ভাবে ভিন রাজ্যে কাজে গিয়ে শুধুমাত্র  জামালপুরের তিন যুবক খুন হল। মৃত শামসুদ্দিন পরিবারের পাশে দাঁড়ালেন জামালপুর ব্লক প্রশাসন। উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, রিলিফ অফিসার উত্তম ঘোষ,পাড়াতল ১নং পঞ্চায়েত প্রধান ও উপ-প্রধান। পঞ্চায়েত সমিতির সভাপতি মৃত পরিবারের হাতে নগদ টাকা, কম্বল, চাল, শাড়ি প্রভৃতি তুলে দেওয়া হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান জানান আজ আমার মৃত পরিবারের পাশে এসে দাঁড়ালাম।

No comments