ব্রেকিং নিউজ

শহীদ জোয়ানদের স্মৃতিতে হালিশহর স্কাউট গ্রুপে মোমবাতি মিছিল

মহুয়া বিশ্বাস : জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জেলার অবন্তীপোরা এলাকায় নৃশংস জঙ্গি হামলার ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ। ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে দেশ জুড়ে চলছে প্রতিবাদ। ভারত মাতার বীর শহীদদের শ্রদ্ধা জানাতে
পূর্ব রেলওয়ে ভারত স্কাউটস এবং গাইডস এর শিয়ালদহ জেলার হালিশহর নিউ গ্রুপের স্কাউট গাইড সদস্যদের উদ্যোগে আজ সন্ধ্যায় শহীদ জোয়ানদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হল শাখা প্রাঙ্গনে l প্রায় ১৭০ জন স্কাউট গাইড সদস্যদের নিয়ে একটি মৌন মোমবাতি মিছিল   হালিশহর স্টেশন সংলগ্ন স্কাউট দপ্তর থেকে শুরু হয়ে চৌমাথা বাজার পার করে নবনগর মোড় প্রদক্ষিণ করে সংস্থা ময়দানে ফিরে আসে,  শহীদ বেদিতে জাতীয় পতাকার সঙ্গে ফুল এবং ৪২জন সেনা জোয়ানের স্মৃতিতে ৪২ টি মোমবাতি জ্বালানো হয়, অভিভাবক থেকে শুরু করে অসংখ্য সাধারণ মানুষ আজ এই মিছিল ও শহীদ স্মরণসভায় অংশ নেন l হাজির ছিলেন গ্রুপ লিডার প্রসেনজিৎ বিশ্বাস, ইউনিট লিডার কমল মুখোপাধ্যায় প্রমুখ l গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কাউট মাস্টার মৃদুল রবিদাস  প্রসঙ্গত, এই ধরণের উদ্যোগ গোটা স্কাউটিং জেলা তথা রাজ্যে প্রথম l

No comments