ব্রেকিং নিউজ

শহীদ সুদীপ বিশ্বাস নন, হালিশহর শ্মশানে গান স্যালুট পেলেন মৃতা সেনানী সাগরিকা

সাতদিনের সমাচার : আজ হালিশহর শ্মশানঘাটে  শেষকৃত্য সম্পন্ন হল ভারতীয় সেনার মহিলাকর্মী সাগরিকা চক্রবর্তী'র।এক পথ দুর্ঘটনায় প্রাণ হারাবার পর তাঁকে সুদূর মুর্শিদাবাদ থেকে হালিশহর শ্মশানঘাটে দাহ করবার জন্য নিয়ে আসা হয়, সেখানেই  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় 'গান স্যালুট' শেষ অভিবাদন জানানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য, কাশ্মীরের পুলওয়ামাতে ভারতীয় সেনাদের কনভয়ের উপর নৃশংস জঙ্গিহানা ৪২ জন সেনাকর্মীর মধ্যে নদীয়ার সুদীপ বিশ্বাসের দেহ  হালিশহরে নিয়ে আসা হয়েছে অন্তিম সংস্কারের জন্য এমন গুজব রটে যায়, বহু মানুষ হালিশহর শ্মশানে ভিড় জমান, কিন্তু পরে তারা জানতে পারেন শহীদ সুদীপ বিশ্বাস নন, যাকে গান স্যালুট দেয়া হল তিনি মহিলা সেনাকর্মী সাগরিকা চক্রবর্তী l

No comments