ব্রেকিং নিউজ

উৎসাহী ছাত্রছাত্রীরা রক্ত দিলো কলেজে

রাহুল রায়, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের কাটোয়া ১নং ব্লকের চন্দ্রপুর কলেজে কলেজ কর্তৃপক্ষ NSS ইউনিট ও কলেজ তৃণমূল ছাত্রপরিষদের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির । মোট ৩৩ জন পড়ুয়া এদিন রক্তদান করেছে যাদের ১১ জনই ছাত্রী,  রক্তদাতাদের সব্বাইকে চন্দ্রপুর কলেজ তৃণমূল ছাত্রপরিষদের পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়েছে এদিন l

No comments