বর্ধমানে শ্রদ্ধার সঙ্গে পালিত আন্তর্জাতিক মাতৃ ভাষাদিবস
রাহুল রায়, পূর্ব বর্ধমান: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাড়ম্বরে পালিত হল ২১ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার কাটোয়া পৌরসভার উদ্যোগে কাটোয়া নজরুল মঞ্চে l এদিন সকালে ভাষাশহীদের স্মরণ করে ফুলেল শ্রদ্ধা জানালেন কাটোয়ার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, হাজির ছিলেন পৌরসভার কাউন্সিলররা l অপরদিকে কালনা ২নং ব্লকের অকালপৌষ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেহাট্টা সদানন্দ মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করলেন তেহাট্টা সদানন্দ মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির প্রধান প্রণব রায়। ছিলেন কালনা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিলিমা কপ্টি , অকালপৌষ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধান , ব্লকের সমস্ত স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতি গণ । একইভাবে পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলির মিনাপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল পূর্ব বর্ধমান জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবের উপস্থিতিতে, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধাড়া, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু, কালনা মহকুমা শাসক নিতিন ঢালি, স্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার সহ বিশিষ্ট ব্যাক্তিগণ।
সর্বপরি একটি নিম্নবুনিয়াদি স্কুলে পরিবেশ ও পরিকাঠামো অতুলনীয় জেলা শাসক ও মহকুমা শাসক মুগ্ধ হয়েছেন।জানা গেছে, স্কুল কর্তৃপক্ষ 'আমার পুষ্টী' নামক একটি প্রকল্প চালু করতে চলেছে l প্রসঙ্গত, বাংলা ভাষার দাবিতে বাংলাদেশের জনগণের ভাষা আন্দোলন এবং ভাষাশহীদদের স্মরণে সারা ভারত সহ বিশ্বব্যাপী বাঙালিরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকেন এইদিনটি তাই এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিচিতি পায় । ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি আজকের দিনেই বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদায় দাবিতে ঢাকায় ছাত্র-জনতা পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন তরতাজা যুবকেরা।
No comments