ঝাড়খণ্ডের দুষ্কৃতী গ্রেপ্তার জগদ্দলে
সাতদিনের সমাচার : গোপন সূত্রে খবর পেয়ে দীপক শেঠ নামের ঝাড়খণ্ডের এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল জগদ্দল থানার পুলিশ। জগদ্দল স্টেশন সংলগ্ন প্রীতিনগর এলাকা থেকে আটক করা হয় তাকে। বেশ কয়েকদিন আগে ঝাড়খন্ডে এক ট্রাক ড্রাইভারকে খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে l জানা গেছে খুন করে এসে এখানেই এক পরিচিত আশ্রয়ে লুকিয়ে ছিল সে। আজ ঝাড়খন্ড পুলিশ এবং জগদ্দল থানার পুলিশের যৌথ উদ্যোগে দীপককে গ্রেপ্তার করে ব্যারাকপুর তোলে এবং ট্রানজিট রিমান্ডের মাধ্যমে নিয়ে যায় ঝাড়খন্ডে।
No comments