শুরু হচ্ছে চার নম্বর লাইনের কাজ : তিনদিনে বাতিল ৪০ জোড়া ট্রেন
সাতদিনের সমাচার : তিনটি প্ল্যাটফর্ম বিশিষ্ট কাঁকিনাড়া স্টেশনের নতুন চার নম্বর রেল লাইন তৈরির কাজ শুরু হয়েছে জোরকদমে l সে কারণেই রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে থেকে রবিবার পর্যন্ত শিয়ালদহ রানাঘাট মেন শাখার ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে । রানাঘাট লোকাল, নৈহাটি লোকাল, কল্যাণী লোকাল মিলিয়ে বাতিল করা হয়েছে বেশ কয়েকজোড়া ট্রেন। শুক্রবার থেকে তিনদিন ধরে চলবে ট্রেন নিয়ন্ত্রণের কাজ, ফলে যাত্রীসাধারণের সমস্যা হলেও বৃহৎ সুবিধার স্বার্থে এটুকু মেনে নিতে রাজি সকলেই।
No comments