বীজপুর থানার উদ্যোগে শুরু ইয়ুথ সার্ভিস এন্ড স্পোর্টস
সৌভিক সরকার : সারা রাজ্যজুড়ে লাগাতার পুলিশ-জনতা'র খেলা চলছে বিভিন্ন নাম দিয়ে, যার মূল লক্ষ্য জনসংযোগ বৃদ্ধি l পিছিয়ে নেই বারাকপুর পুলিশ কমিশনারেটও l আজ কমিশনারেট ও বীজপুর থানার উদ্যোগে শুরু হল ইয়ুথ সার্ভিস এবং স্পোর্টস ক্রিকেট টুনামেন্ট। খেলার উদ্বোধন করেন বীজপুর থানার ভারপ্রাপ্ত আইসি কৃষ্ণেন্দু ঘোষ ও বীজপুরের তৃণমূল যুব কনভেনর সুজিত দাস সহ অন্যান্যরা । আজ প্রথম দিনে 8 টি টিমের খেলা হয়।শুভেচ্ছা ক্লাব বনাম শহীদনগর ক্লাব এবং বীজপুর থানা বনাম ওয়ারিয়র ইলেভেন l
No comments