মাধ্যমিক পরীক্ষার্থীদের শব্দকোষ বিতরণ গারুলিয়ায়
নিজস্ব সংবাদদাতা,ব্যারাকপুর :- আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়াতে গারুলিয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মাদলডাঙা রোডের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪০০ জন মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে ডিকশনারি ও পেন উপহার তুলে দেওয়া হল। অভিনব এই কর্মকান্ডের অন্যতম উদ্যোক্তা শিক্ষক সামশের হক এবং সন্তোষ মিশ্র। দুই শিক্ষককে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা 'সংকল্প' এবং তার কর্ণধার তৃণমূল যুবনেতা কুন্দন সিং। অনুষ্ঠানে হাজির ছিলেন অমিতকুমার চৌধুরী, ভাস্কর চৌধুরী, বিক্কি যাদব, অজয় চৌধুরী, রঞ্জন চৌধুরী, ঋত্বিক চৌধুরী ও রাহুল পাসোয়ান প্রমুখ। তৃণমূল যুবনেতা কুন্দন সিং বলেন, 'গারুলিয়া পুর অঞ্চলের মাধ্যমিক পরীক্ষার্থীদের এদিন গাইড লাইন বুঝিয়ে দিলেন শিক্ষকেরা। একই ভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদেরও এমন উৎসাহ জোগান দেয়া হবে।' মাধ্যমিক পরীক্ষার্থীদের এদিন শেষ মুহূর্তের টিপসও দেওয়া হয়েছে বলে জানালেন শিক্ষক সামশের হক l প্রসঙ্গত, এদিন উর্দু মাধ্যমের শতাধিক পড়ুয়াও অনুষ্ঠানে সামিল হয়েছিলেন।
No comments