রোদ্ধা'র আয়োজনে মৌন মিছিল খড়দায়
গৌরব সাহা : পুলওয়ামা জঙ্গী হামলার পর গোটা দেশ সহ রাজ্যজুড়ে প্রতিবাদে গর্জে উঠেছে আম জনতা। অলিতে গলিতে পথে ঘাটে মোমবাতি হাতে শহীদ জোয়ানদের স্মৃতিতে জাতি ধর্ম নির্বিশেষে পা মিলিয়েছে অগণিত সাধারণ মানুষ।খড়দহের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রোদ্ধা-র আহ্বানে আয়োজিত মৌন মিছিলে হাঁটলেন বহু সাধারণ মানুষ।অনেক সেনা জওয়ানদের স্ত্রী ও সন্তানরাও উপস্থিত ছিলেন এই মিছিলে।বীর সেনানীদের স্মৃতিতে চোখে জল নিয়ে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান সকলে।
No comments