ব্রেকিং নিউজ

বিধায়ক যখন নিজেই শিল্পী

লোকসভা ভোটের দামামা বাজতেই দলের প্রার্থীর সমর্থনে সর্বত্র শুরু হয়েছে দেওয়াল লিখন পর্ব l দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নৈহাটী  বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিক নিজের হাতে  দেওয়াল লেখা শুরু করে দিলেন। আর তাতেই উৎসাহিত নিচুতলার তৃণমূল কংগ্রেস কর্মীরা

No comments