ব্রেকিং নিউজ

মানবিক মুখ নিয়ে আবারও হাজির তৃণমূল ছাত্র পরিষদ

সাতদিনের সমাচার : মানবিক আবারও মানবিক মুখ নিয়ে  দুর্ঘটনা কবলিত পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল ছাত্র পরিষদ। রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিণাঙ্কুর  ভট্টাচার্য এদিন হুগলী জেলার ডানকুনিতে দুর্ঘটনায় মৃত গৌতম রাজামালের পরিবারের পাশে দাঁড়িয়ে তার ভাই বাবু রাজামলের শিক্ষার সমস্ত দায়িত্বভার নিয়েছেন । 'অগ্নিকল্পে'র কর্ণধার কৌশিক শীলের সহায়তায় এদিন বিশেষ শারীরিক চাহিদা সম্পন্ন বাবু রাজমালকে একটি হুইল চেয়ার এবং তার মাকে বার্ধক্য ভাতার ব্যবস্থা করা হয় এদিন। উপস্থিত ছিলেন হুগলী জেলা পরিষদের পরিষদের কর্মাধক্ষ্য  সুবীর মুখার্জী, ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম সহ উপস্থিত ছিলেন হুগলী জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গোপাল রায়। প্রসঙ্গত, এদিন মৃত গৌতম রাজমালের বোনেরও শিক্ষা সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন  ত্রিণাঙ্কুর l অন্যদিকে হুগলী জেলার  ডানকুনির ৮৭ নং ওয়ার্ডের একটি দুস্থ পরিবারের আদরের ছোট্ট শিশু সোনামণি বিশ্বাস দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছে। সোনামণির বাবা পেশায় দিনমজুর। সোনামণির পরিবারের হাতে তার চিকিৎসার জন্য ৫০০০ টাকার চেক তুলে দেওয়া হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে l পরিষদের সভাপতি ত্রিণাঙ্কুর ভট্টাচার্য বলেন, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের পাশে দাঁড়ানোর আদর্শকে পাথেয় করে আগামীদিনেও তৃণমূল ছাত্র পরিষদ গোটা রাজ্যের ছাত্র-ছাত্রীদের সুরক্ষার্থে তাদের পাশে দাঁড়াবে।' তিনি আরও বলেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহায়তায়  তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষার মানবিক সংকল্প  আগামীতেও অব্যাহত থাকবে। ।'

No comments