ব্রেকিং নিউজ

কাঁচরাপাড়ায় ফের সক্রিয় বাইকচুরি চক্র

সাতদিনের সমাচার : বীজপুরের বুকে ফের সক্রিয় বাইক চুরির চক্র l ভর সন্ধ্যায়   নকরি মন্ডল রোডে বসতবাড়ির নিচ থেকে চুরি হয়ে গেলো হিরোহোন্ডা কোম্পানির একটি সুপার স্প্লেন্ডার বাইক ( ডাব্লু বি ৫২ এন ৬১১২) l বাইকের মালিক কাঁচারাপাড়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রসেনজিৎ  হাজরা, যিনি কাঁচরাপাড়া ১ নম্বর ব্যবসায়ী সমিতির সহ সভাপতিও বটে l প্রশ্নের উত্তরে তিনি জানান সন্ধ্যায় দোকান থেকে দশ মিনিটের জন্য তিনি 67 নকরি মন্ডল রোডের বাড়ি গিয়েছিলেন, বাইকের চাবি তার সঙ্গে থাকলেও রোজকার অভ্যাসমতো গাড়ির হ্যান্ডেল তিনি লক করেননি, মিনিট পনেরো পর দোকান যাবেন বলে বাড়ির বাইরে এসে দেখেন বাইক উধাও ! সন্ধ্যা 6.30 থেকে 6.45 এর মধ্যে এই চুরির ঘটনা ঘটে থাকবে বলে সন্দেহের পাশাপাশি আতঙ্কও প্রকাশ করেছেন তিনি l এই মর্মে বীজপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে  ( জিডিই নম্বর 1492,  তারিখ 20.3.19) l বীজপুর থানার এক আধিকারিক তাপস ধাড়া  এ নিয়ে এ হেন চুরি নিয়ে  উষ্মা প্রকাশ করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন l

No comments