ব্রেকিং নিউজ

প্রান্তিক শিশু ও প্রতিবন্ধীদের নিয়ে বসন্তোৎসব সোদপুরে

সাতদিনের সমাচার : প্রান্তিক শিশু ও প্রতিবন্ধীদের নিয়ে অভিনব বসন্তোৎসবের প্রান্তিক শিশু ও প্রতিবন্ধীদের নিয়ে আয়োজন করল সোদপুরের দুটি নৃত্য সংস্থা l বুধবার নৃত্য -গীতের মধ্যে দিয়ে পালিত হল বসন্তোৎসব।সোদপুরের শিবম ও নৃত্যম ডান্স একাডেমির যৌথ উদ্যোগে ও স্থানীয় একতা ক্লাবের সহযোগিতায় মূলত আবীর মাখিয়ে প্রান্তিক শিশুদের হাতে পড়াশুনার সামগ্রী ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। তাদেরই সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান প্রাঙ্গণ আলোকোজ্জ্বল হয়ে ওঠে।আয়োজক নৃত্য প্রশিক্ষক সৌমেন সাহা জানান "পিছিয়ে পড়া শিশুদের সাংস্কৃতিক ভাবে এগিয়ে নিয়ে আসতে ও তাদের দোলের আনন্দ দিতেই আমাদের এই প্রচেষ্টা"।এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন ।

No comments