উৎকর্ষ বাংলা পথ দেখবে বিশ্বকে : পূর্ণেন্দু বসু
মহুয়া বিশ্বাস, কল্যাণী : বুধবার রাজ্য সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে ও গ্লোবাল এনভায়রনমেন্ট রিসার্চ ফাউন্ডেশন - এর সহযোগিতায় এবং ওরিয়েন্টাল পাবলিক স্কুলের সৌজন্যে কল্যাণীতে 'উৎকর্ষ বাংলা' প্রকল্পের অধীনে একটি 'এগ্রো বায়োটেক রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে'র উদ্বোধন করলেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসু l পশ্চিমবঙ্গ সরকারের কারিগরী শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রকল্পের অধীনে বিনাব্যয়ে কারিগরি শিক্ষার কোর্স উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য আর্থিক অনুদান প্রদান করা হবে সরকারিভাবে l এই উপলক্ষে কল্যাণী ওরিয়েন্টাল পাবলিক স্কুলের নবনির্মিত ভবনে আজ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী বলেন, 'এই প্রকল্পে ভালো সাড়া পাওয়া গেছে। শিক্ষার্থীদের জন্য রাজ্য সরকার অনুদানের ব্যবস্থাও করেছে। কন্যাশ্রীর পর রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্প বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হতে চলেছে l'
সরকারি বদান্যতায় প্লান্ট টিস্যু কালচার টেকনিশিয়ান, ভার্মিকম্পোস্ট প্রোডিউসার, এগ্রিকালচার এক্সটেনশন, ব্যানানা ফার্মার, অর্গানিক গ্রোয়ার, গ্রিনহাউস অপারেটরের মতো বিভিন্ন বিষয়ের উপর দক্ষতা তৈরির ভার নেবে 'এনভায়রনমেন্ট রিসার্চ ফাউন্ডেশন' নামের সরকার অনুমোদিত এই সংস্থা l সংস্থার পক্ষে বিশ্বনাথ চট্টোপাধ্যায় জানালেন, 'মূলত চাষ-বাস সংক্রান্ত ব্যাপারে অভিজ্ঞতা আছে এমন পিছিয়ে পড়া পরিবারের সদস্যদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা, যেখানে শিক্ষার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর l উৎসাহ ভাতা হিসেবে ক্লাস প্রতি তাদের জন্য ৫০ টাকা করে দেয়াও হবে সরকারিভাবে l' সমাচার সাতদিন'কে তিনি আরও বলেন, 'মোট ২০০ ঘন্টার এই কোর্সে ১৪০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে, যার গোটা ব্যয়ভার বহন করবে রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা l'
উপজেলা মহকুমাশাসক দেবাশিস মণ্ডলের প্রশিক্ষণের উপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত সংস্থা গ্লোবাল এনভায়রনমেন্ট রিসার্চ ফাউন্ডেশনের সদস্যরা ছাড়াও সহযোগী সংস্থা কল্যাণী ওরিয়েন্টাল পাবলিক স্কুলের পক্ষে আজ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল সভাপতি তথা শিক্ষাবিদ ড: সুকুমার কর, জনপ্রিয় শিক্ষক পবিত্র ব্যানার্জী প্রমুখ।
No comments