ব্রেকিং নিউজ

অকাল বর্ষণ : মাথায় হাত আলু চাষীদের

রাহুল রায়, পূর্ব বর্ধমান: শীতের শেষে এবং বসন্তের প্রারম্ভে অকাল বর্ষণের ফলে ঘোর বিপাকে আলুচাষীরা l রবিবার রাতে থেকে ঘূর্ণাবর্তের প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি। বুধবার পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের নন্দীগ্রামে দুপুরবেলা থেকে বজ্রপাত সহ প্রবল বৃষ্টি শুরু হয়। এর ফলে ব্যাপক প্রভাব পড়েছে আলু চাষে l চাষীদের দাবি, অকাল বৃষ্টি ব্যাপক  ক্ষতি করেছে আলুর জমিতে । বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত নন্দীগ্রামের চাষী নিমাই বাঘ জানান,  আমি গৌতম রায়ের ৮ কাটা জমিতে ভাগে আলু চাষ করেছিলাম। কাটোয়া ২নং ব্লকের নন্দীগ্রামে আলু তোলার কাজ চলছিল। কিন্তু এই হঠাৎ বৃষ্টির ফলে বিঘে বিঘে জমিতে চাষ হওয়া  আলুতে পচন ধরবে l' এই মুহূর্তে তাই আর্থিক বিপর্যয়ের আশঙ্কায় ভুগছেন স্থানীয় চাষীরা।

No comments