জাল টাকা সমেত কাঁকিনাড়ায় ধৃত ১
সাতদিনের সমাচার : জাল নোট সহ কাকিনাড়া রথতলা থেকে শেখ ফিরোজ ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জগদ্দল থানার পুলিশ। জানা গেছে, ধৃত ব্যক্তি দত্তপুকুর থানা এলাকায় বেরুনাথ পুকরিয়া গ্রামের বাসিন্দা । পুলিশি জেরার মুখে ফিরোজ জানায়, কাকিনাড়া রথতলা এলাকায় তাকে এক ব্যক্তি তাকে ফোনে ৩৫ লক্ষ টাকা ছাপানোর বরাত দেয়। গোপন সূত্রে খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ ফিরোজকে জাল টাকা সমেত হাতেনাতে গ্রেপ্তার করে। উদ্ধার হয় ৮২ হাজার টাকার জাল নোট। এরপরে পুলিশ ফিরোজের দত্তপুকুরের বাড়িতে তল্লাশি চালিয়ে টাকা ছাপানোর মেশিন এবং কিছু নকল জেরক্স করা টাকা উদ্ধার করে। ফিরোজের বিরুদ্ধে ৪৮৯বি এবং ৪৮৯সি ধারায় মামলা রজু করেছে জগদ্দল পুলিশ, তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে ।
No comments