ব্রেকিং নিউজ

জুটমিলে আগুন জগদ্দলে

সাতদিনের সমাচার : জগদ্দল এলায়েন্স জুটমিলের 6 নং গোডাউনে হঠাৎ আগুন লাগে আজ । দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে ৪০ মিনিটের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। তবে কিভাবে আগুন লাগলো তা কেউই স্পষ্ট করতে পারনি l দমকলের প্রাথমিক অনুমান,  ইলেক্ট্রিক্যাল শটসার্কিট  থেকেই সম্ভবত আগুন লেগে থাকতে পারে । তবে যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আসে। বড় ক্ষয়ক্ষতির তেমন খবর নেই, যদিও এ ব্যাপারে মিল কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি।

No comments