ব্রেকিং নিউজ

পুলওয়ামা বিস্ফোরনে ব্যবহৃত বিস্ফোরক এবার উদ্ধার কলকাতায় ,ধৃত ২

সমাচার সাতদিন : পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গোপন সূত্রে খবর পেয়ে, আজ ভোর রাতে কলকাতা টালা ব্রিজের সামনে একটি ম্যাটাডোরকে আটক করে ।গাড়িটি থেকে উদ্ধার ২৭টি চটের বস্তায় প্রায় ১০০০কেজি পটাশিয়াম নাইট্রেট বিস্ফোরক ।কাশ্মীরে সেনাদের কনভয়ে বিস্ফোরনে  এই পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল বলে এন আই এ সূত্রে পরবর্তী কালে জানা গেছে । পুলিশ দু জনকে আটক করেছে ।ধৃতরা হল ইন্দ্রজিত ভুঁই ও পদ্মলোচন দে ।ধৃতদের থেকে জানা গেছে ,তারা ওড়িশা থেকে উত্তর চব্বিশ পরগনায় এই বিস্ফোরক নিয়ে যাচ্ছিল ।যদিও এই ঘটনার সাথে আর কারা জড়িত আছে এবং কি ধরনের নাশকতার ছক তাদের ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ ।ধৃতদের আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে ।

No comments