ব্রেকিং নিউজ

ন্যায্য দাবি নিয়ে শ্রমিক বিক্ষোভ টেক্সম্যাকোতে

সাতদিনের সমাচার: আগরপাড়া টেক্সম্যাকো  কারখানায় আজ প্রায় পাঁচ হাজার ঠিকাশ্রমিক একজোট হয়ে মিলের কাজ বন্ধ রেখে কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখায় l শ্রমিকদের দাবি, তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া পড়ে, গ্র্যাচুইটি বা বেতন কোনোটাই বৃদ্ধি করছে না মিল কর্তৃপক্ষ l দীর্ঘদিন ধরে শ্রমিকরা এই দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হয়নি, শেষ পর্যন্ত তারা তাদের দাবি নিয়ে গেটের সামনে বিক্ষোভ দেখতে বাধ্য হয়েছে l অবশ্য,  এ নিয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি l

No comments