ব্রেকিং নিউজ

বুনিয়াদপুরে দলীয় সভা করলেন বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী

বিনয় আগরওয়াল দক্ষিন দিনাজপুর:     কর্মীদের মধ্যে জমে থাকা ক্ষোভ বিক্ষোভ প্রশমিত করতে বংশীহারির বুনিয়াদপুরে দলীয় সভা করলেন বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী। অরাজনৈতিক এবং বহিরাগতর তকমাকে ঝেড়ে ফেলে কর্মীদের উজ্জীবিত করতে রবিবার তড়িঘড়ি কর্মীসভার ডাক দেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।
            জানাগেছে, বালুরঘাট লোক সভা কেন্দ্রে প্রার্থী হবার আশায় আবেদন করেছিলেন শতাধিক। টিকিটের দৌড়ে লাইন দিয়েছিলেন খোদ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি থেকে জেলার বেশ কিছু নেতা সহ রাজ্যর দুই একজন নেতারাও। অবশেষে এই কেন্দ্রে বিজেপি তাদের প্রার্থী করেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকান্ত মজুমদারকে। এনিয়ে দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ দেখা দেয়। ধীরে ধীরে তা স্পস্ট হয়। আরএসএস অর্থাৎ সংঘের কাজের সঙ্গে যুক্ত সুকান্ত বাবুকে অরাজনৈতিক বলার  পাশাপাশি মালদহের লোক বলে আখ্যা দেওয়া হয়। তাকে প্রার্থী করা নিয়ে বংশীহারী ব্লকের একাংশ কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দেখা দেয়। অবশেষে সকল কর্মীদের নিয়ে ঝাঁপাতে এদিন সকালেই বংশীহারীর বুনিয়াদপুরের দলীয় কার্যালয়ে একটি বৈঠক করেন  প্রার্থী সুকান্ত বাবু। তাকে কথা ভেবে নয়, নরেন্দ্র মোদির হাত শক্ত করতে এদিন তিনি কর্মীদের ঝাঁপিয়ে পরতে বলেন। সাতটি বিধানসভা নিয়ে গঠিত বালুরঘাট লোকসভা কেন্দ্রের সব বুথে তার যাওয়া সম্ভব নয় বলে কর্মীদের কাজে নামার আহবান করেন সভাতে।     
 বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার অরাজনৈতিক ব্যক্তি প্রসঙ্গে বলেন, মায়ের পেট থেকে কেউ রাজনীতি শিখে আসেন না। অর্পিতা ঘোষ যখন প্রথম এসেছিলেন তিনি রাজনীতির লোক ছিলেন না। রাজনীতি সমাজের অঙ্গ। সমাজ রাজনীতির অঙ্গ। কলেজ থেকে ইউনিভার্সিটি সব জায়গাতে রাজনীতি রয়েছে। সুতারাং তিনি রাজনীতির লোক নয়, এটা ভূল। তার কথায়, নাম ঘোষনাতে দেরি হলেও প্রচার জমে ছিল। তবে হিরোর এন্ট্রি না হলে সিনেমা শুরু হয়না। কর্মসূত্রে  মালদহে থাকলেও  সুকান্ত মজুমদার নিজেকে বালুরঘাটের ছেলে বলে দাবী করেন।

No comments