ব্রেকিং নিউজ

প্রধান রাস্তায় দীর্ঘ ব্যারিকেড দেওয়াই ক্ষোভ শহরবাসীর

বিনয় আগরওয়াল দক্ষিন দিনাজপুর:   প্রশাসনিক ভবন সংলগ্ন প্রধান রাস্তায় দীর্ঘ ব্যারিকেড দেওয়াই ক্ষোভ শহরবাসীর। পারাপারের জায়গা ছেড়ে ব্যারিকেড  দেওয়া উচিৎ ছিল বলে মত সকলের।
          জানাগেছে, দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে বালুরঘাট  লোকসভার কেন্দ্রের প্রার্থী মনোনয়ন জমার প্রক্রিয়া। এরপর মনোনয়ন প্রত্যাহার থেকে নির্বাচন প্রক্রিয়া চলবে বালুরঘাটের এই জেলা প্রশাসনিক ভবন থেকে। সেই কারণে রবিবার থেকে বালুরঘাটে থাকা জেলা প্রশাসনিক ভবনের সামনের প্রধান রাস্তায় শুরু হয়েছে বাঁশের  ব্যারিকেড দেওয়ার কাজ।  থানা মোড় থেকে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত প্রায় দেড়শ মিটার দীর্ঘ ব্যারিকেডে রাস্তা পারাপারের সমস্যার অভিযোগ পথ চলতি মানুষের। ক্ষোভ প্রকাশ সকলের।        বালুরঘাটের বাসিন্দা তথা পথ চলতি  দেবুব্রত ঘোষ সহ অনান্যরা বলেন, নির্বাচন প্রক্রিয়ায় ব্যারিকেড অবশ্যই দরকার জেলা প্রশাসনিক ভবনের সামনে। তবে এত দীর্ঘ ব্যারিকেড না দিলেও হয়। কেননা জেলা প্রশাসনিক ভবন, পুলিশ সুপারের দফতর বা আশেপাশের দোকান বাজারে যেতে ঘুরতে হচ্ছে অনেকটা পথ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রশাসনিক ভবন থেকে ১০০ মিটারের মধ্যে তিনটি গাড়ি একসাথে ঢোকানো যাবেনা। মনোনয়ন জমার ক্ষেত্রেও প্রার্থীর সাথে দুই চারজন লোক যেতে পারবে। সুতারাং এতবড় ব্যারিকেড না দিলেও হত প্রশাসনের পক্ষ থেকে।


No comments