গোষ্ঠী কোন্দল দূরে সরিয়ে এক ছন্দে প্রার্থী প্রচার : সমন্বয়ের ছবি দেখছে বীজপুরের মানুষ
সাতদিনের সমাচার :অন্তর্দ্বন্দ্ব ভুলে আজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে কাঁচরাপাড়া 20 নম্বর ওয়ার্ড এবং 12 নম্বর ওয়ার্ডে আয়োজিত এক পদযাত্রায় পায়ে পা মিলিয়ে ভোট প্রার্থনা করতে হাজির ছিলেন বীজপুর বিধায়ক শুভ্রাংশু রায়, ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান সুদামা রায়, যুব তৃণমূল আহ্বায়ক সুজিত দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ l কিছুদিন ধরেই এই ছবি চোখে পড়ছে সাধারণ মানুষের, নেতারা দলীয় কোন্দল ভুলে হাতে হাত রেখে দলের প্রার্থীকে জিতিয়ে আনতে বদ্ধপরিকর l এখন দেখার বিষয় ভোট বাক্সে এর প্রতিফলন কতটা পড়ে l
No comments