আয়ত্বে আসেনি আগুন : ক্ষুব্ধ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা
সাতদিনের সমাচার : কাঁচরাপাড়ার ৫ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ মার্কেটে লাগা আগুন আয়ত্বে আনতে হিমশিম খাচ্ছে দমকল l শেষ পাওয়া খবর ৭ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করতে লাগাতার চেষ্টা করে যাচ্ছে l প্রায় দেড়শোটি বস্ত্র বিপনী আগুনের কোপে ভস্মীভূত ! স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৪ টে নাগাদ আগুন লাগে I কিন্তু ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ড তা দমকলের পাশাপাশি খতিয়ে দেখছে বীজপুর থানার পুলিশও l প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অগ্নিকাণ্ডের জেরে কয়েক কোটি টাকা লোকসান হয়েছে ব্যবসায়ীদের, এই ভরা মরশুমে এখন মাথায় হাত তাদের l ঘটনাস্থলে হাজির হয়েছেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়, এসেছেন পৌরপ্রধান সুদমা রায়ও l তবে আগুন কেন নিয়ন্ত্রণে আসছে না তা নিয়ে দমকলের সঙ্গে একপ্রস্থ বিবাদে জড়িয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা l
No comments