বিজেপির মহিলা মোর্চার পথসভা কাঁচরাপাড়ায়
সাতদিনের সমাচার : বিজেপির কাঁচরাপাড়া মণ্ডলের পক্ষ থেকে আজ মহিলা মোর্চার উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হল কাঁচরাপাড়ার লিচুবাগানে l সভায় উপস্থিত ছিলেন বারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অর্জুন সিং, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক দেবশ্রী চৌধুরী ও অন্যান্য জেলা নেতৃত্ব l হাজির ছিলেন হালিশহর পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা বিজেপি নেতা রাজা দত্ত , তরুণ তুর্কি যুবনেতা সুদীপ্ত দাস, কাঁচরাপাড়া মণ্ডলের সভাপতি সমর দাস সহ অগণিত বিজেপি কর্মী সমর্থক l সকলের একটাই লক্ষ্য যেনতেন প্রকারে এ রাজ্যে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা l
No comments