ব্রেকিং নিউজ

বীজপুরের নতুন আইসি অভিজিৎ বিশ্বাস

বীজপুরের নতুন আইসি অভিজিৎ বিশ্বাস 

সাতদিনের সমাচার :  বীজপুর আইসি কৃষ্ণেন্দু ঘোষ অপসারিত হবার ২৪ ঘন্টার মধ্যেই তার জায়গায় আইসি হয়ে আসছেন বাঁকুড়ার ডিআইবি অভিজিৎ বিশ্বাস l আজ বিকালেই বীজপুরে পৌঁছে তিনি থানার দায়িত্ব নেবেন বলে খবর মিলেছে। প্রসঙ্গত, বিজেপিতে যোগ দিয়ে ফিরতি পথে সম্প্রতি বীজপুর পুলিশের হাতে প্রবল হয়রানি হতে হয় যুবনেতা সুদীপ্ত দাস, হালিশহর পুরসভার উপপ্রধান রাজা দত্ত সহ প্রায় হাজার খানেক অনুগামী এবং বিজেপি কর্মীদের l তাদের অভিযোগ ছিল, মিথ্যে মামলার অজুহাতে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করতে চেষ্টা করেছিলেন বীজপুর থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষ l এর জেরে বিজেপি নেতা অর্জুন সিংহের নেতৃত্বে বিক্ষোভ এবং থানার বাইরে প্রবল আন্দোলন চলে অবশেষে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন অর্জুনবাবু l পুলিশ বাধ্য হয়ে বিজেপি কর্মীদের ছেড়ে দিতে বাধ্য হয় l তারপরই  কৃষ্ণেন্দুবাবুর এই অপসারনের নির্দেশ l এদিকে কৃষ্ণেন্দু ঘোষ সহ ৭ পুলিশ আধিকারিককে অপসারিত করে সিআইডি - তে পাঠানোর পাশাপাশি সাফ নির্দেশ দেওয়া হয়েছে  যে তারা কোনওভাবেই  নির্বাচনী কাজে হস্তক্ষেপ করতে পারবেন না।
 

No comments