সংগঠনকে শক্ত করতে বীজপুরে জোরকদমে চলছে বিজেপির পথসভা
নিজস্ব প্রতিনিধি: একদিকে যে রকম সংগঠনকে শক্ত করতে জোর কদমে প্রচার চালাচ্ছে বিজেপি প্রার্থী অর্জুন সিং ও অন্যদিকে পিছিয়ে নেই বীজপুর এর বিজেপি কর্মীরাও l দলীয় কর্মীদের মনোবল বাড়াতে হালিশহরে কিছুদিন আগেই সভা করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ l
আজ হালিশহর লেভেল ক্রসিং গেট সংলগ্ন স্থানে বিজেপি আয়োজিত এক পথসভাতে উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা বিজেপি নেতা রাজা দত্ত ও তরুণ তুর্কি যুবনেতা সুদীপ্ত দাস , কাউন্সিলার সুনিতা বিশ্বাস, বিজেপি মন্ডলের নেতা সমর দাস এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি কর্মী সোনু সিং সহ অন্যান্য কর্মীবৃন্দ l
অপরদিকে কাঁচরাপাড়ার মিলননগরেও আজ এক পথসভার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে, বিজেপি নেতা সুবোধ অধিকারীর তত্ত্বাবধানেও জোরকদমে চালাচ্ছে প্রচার l
No comments