ব্রেকিং নিউজ

নতুন রেকর্ড গড়ল অ্যাভেঞ্জার্স এন্ডগেম



নিজস্ব প্রতিবেদন (অংকিতা মুখার্জী):  আরও একবার নতুন রেকর্ড গড়ল অ্যাভেঞ্জার্স এন্ডগেম।  অগ্রীম টিকিট বিক্রি হল ২৫ লক্ষ। সিনেমার টিকিট বুকিংএর একটি  ই -কমার্স  ওয়েবসাইটের (বুক মাই শো) পক্ষ থেকে এমনটাই তথ্য দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে মার্ভেল স্টুডিওর অ্যাভেঞ্জার্স এন্ডগেম। । ছবিতে রয়েছে মুখ্য খলনায়ক চরিত্রে  থানোস এবং অন্যান্য মুখ্য প্রধান করিতে রয়েছেন আইরনম্যান, হাল্ক, ক্যাপ্টেন আমেরিকা সহ হাজারও চরিত্র। মার্ভেল সিনেমেটিক ইউনির্ভাসের ২২ নম্বর ছবি হল অ্যাভেঞ্জার্স এন্ডগেম।  সিনেপ্রেমীদের কথা ভেবে মার্ভেল ষ্টুডিও   সমস্তরকম ব্যবস্থাই করেছেন। ছবি দেখার জন্য অগ্রীম টিকিট বুক করা যাচ্ছে।  বুক মাই শো-র তরফে জানানো হয়েছিল। ছবিটির জন্য প্রতি সেকেন্ডে ১৮টি টিকিট বিক্রি হচ্ছে। অ্যাভেঞ্জার্স এন্ডগেমের টিকিট বিক্রির রেকর্ড ভেঙেছে অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার-এর  সাথে সাথে  অনেক নামি দামি হলিউড  সিনেমার রেকর্ড।

অন্যদিকে, এএফপি জানিয়েছে যে, অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এশিয়াতে বিশেষ করে চিনে দুরন্ত ব্যবসা করছে। বুধবার চিন, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বেশ কয়েকটি দেশসহ ২৫ টি বাজারে মুক্তি পাওয়ার প্রথম দিনই এই চলচ্চিত্রটি ১৬৯ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেছে। এন্ডগেম চিন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং অন্যান্য দেশে একক দিনেই বক্স অফিসের রেকর্ড ভেঙে ফেলেছে।

না দেখে থাকলে চটজলদি কাছের প্রেক্ষাগৃহে গিয়ে দেখে আসুন অ্যাভেঞ্জার্স: এন্ডগেম। নিচে রইলো অ্যাভেঞ্জার্স: এন্ডগেমের ট্রেলার

No comments