ভোটের ডিউটিতে এসে মৃত হোমগার্ড
সমাচার : ভোটের ডিউটি করতে এসে প্রাণ গেলো এক রাজ্য পুলিশের এক হোমগার্ড কর্মীর। শুক্রবার সকাল দশ'টা নাগাদ ঘটনাটি ঘটেছে বীজপুর থানার কাঁচড়াপাড়া কলেজে। মৃত ব্যক্তির নাম মোজাহার আলী ( ৬০)। বাড়ি মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে। জানা গেছে, বৃহস্পতিবার রাতেই নির্বাচনের কাজে কাঁচড়াপাড়া কলেজে এসেছিলেন হোমগার্ড মোজাহার আলী। এদিন সকালে উপরতলা থেকে নীচে নামতে গিয়ে আচমকা পড়ে যান। পরে তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে, বীজপুর থানার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।পুলিশের মতে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে। তবে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই হোমগার্ডের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে ।
No comments