ফনা তুলছে ফনি, রেড অ্যালার্ট জারি দক্ষিণ বঙ্গের সর্বত্র
ব্যুরো রিপোর্ট, সমাচার সাতদিন: রাজ্য জুড়ে সাইক্লোন ফনির আতঙ্ক, রেড অ্যালার্ট জারি সর্বত্র, সুত্রের খবর অনুযায়ী ওড়িশা তে কাল ফনির দাপটে প্রচুর ক্ষয়ক্ষতি থেকে প্রাণনাশ হয়েছে বহু মানুষের। এবার সেই ফনি নিজের বিধ্বংসি রুপ নিয়ে ধুকছে পশ্চিমবঙ্গে।
লোকসভা ভোটের সব প্রচার সভা থেকে র্যালি স্থগিত রেখেছে মমতা বন্দোপাধ্যায়, আবার উল্টোদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশার পাশে থাকা ও ক্ষয়ক্ষতির ক্ষতিপুরন এর জন্য কেন্দ্রীয় সরকার তৎপর একথাও জানিয়েছেন। প্রেস রিলিসের মাধ্যমে পূর্ব রেলওয়ের বহু ট্রেন ও বিমান দপ্তর থেকে জানানো খবর অনুযায়ী বহু বিমান বাতিল হয়েছে। কাল পর্যন্ত এই ফনি বাংলায় থাকবে এবং আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী কাল সন্ধের দিকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এই ফনি।
লোকসভা ভোটের সব প্রচার সভা থেকে র্যালি স্থগিত রেখেছে মমতা বন্দোপাধ্যায়, আবার উল্টোদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশার পাশে থাকা ও ক্ষয়ক্ষতির ক্ষতিপুরন এর জন্য কেন্দ্রীয় সরকার তৎপর একথাও জানিয়েছেন। প্রেস রিলিসের মাধ্যমে পূর্ব রেলওয়ের বহু ট্রেন ও বিমান দপ্তর থেকে জানানো খবর অনুযায়ী বহু বিমান বাতিল হয়েছে। কাল পর্যন্ত এই ফনি বাংলায় থাকবে এবং আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী কাল সন্ধের দিকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এই ফনি।
No comments