কালীঘাটে অন্য বৈশাখ
কলকাতা: নিজস্ব সংবাদদাতা: এস আর টি প্রোডাকশন এর পক্ষ থেকে গতকাল কালীঘাটের যোগেশ মাইম একাডেমীতে অনুষ্ঠিত হল 'অন্য বৈশাখ'। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুজি বিনয় মহারাজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ প্যাভলভ এর সুপারেন্টেড ডঃ গনেশ প্রসাদ, আই বি এম এর কর্ণধার ডঃ রাজ, প্রথিতযশা সংগীত শিল্পী শুভদীপ মুখার্জি, সুজয় ভৌমিক, সমাজসেবী অরূপ চ্যাটার্জি, মিউজিশিয়ান সুদীপ ঘোষ সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজন।
অনুষ্ঠান মঞ্চ থেকে পথ শিশু এবং অনাথ আশ্রমের শিশুদের হাতে থালা, গ্লাস, বাটি এবং ছাতা তুলে দেন অতিথিগন। গ্রুভস ব্যান্ডের মনোজ্ঞ সংগীতানুষ্ঠান, রায়া চ্যাটার্জি পরিচালিত রায়া'স ডান্স ট্রুপের নৃত্য পরিবেশন এবং অনাথ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন গৌতম পাল। অন্য বৈশাখ প্রসঙ্গে উদ্যোক্তারা বলেন, গোটা বৈশাখ মাস জুড়ে যেমন বাংলার বিভিন্ন প্রান্তে কবি প্রনাম অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু অন্য রকম ভাবে বিশেষত পিছিয়ে পড়া, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কবিকে প্রনাম জানালাম l প্রসঙ্গত, অনুষ্ঠান পরিচালক শিল্পী তিতলি চ্যাটার্জি, রায়া চ্যাটার্জি,খড়দহ মনন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে লিপিকা সেন চ্যাটার্জি এবং প্রদনয়া ওয়েলফেয়ার এর বিশেষ অবদান অনস্বীকার্য l
No comments