ভোট পরবর্তী আফটার শক অবরোধ কাঁকিনাড়া
মহুয়া বিশ্বাস : ভোটের আফটার শক ! আর তার জেরেই আজ সকাল থেকে অবরোধ কাঁকিনাড়া রেল স্টেশন l এই মুহূর্তে বন্ধ আপ এবং ডাউন লাইনের ট্রেন চলাচল l একটি রাজনৈতিক দল ঝান্ডা হাতে নিয়ে লাইনে বসে পড়েছে l যেহেতু কাল ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছিল গোটা এলাকা জুড়ে l দফায় দফায় বোমাবাজির জেরে রণক্ষেত্র হয়ে ওঠে কাঁকিনাড়া l এ নিয়ে তৃণমূল এবং বিজেপি একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়েছে l বহিরাগতদের নিয়ে হামলার অভিযোগ ওঠে প্রার্থী মদন মিত্রের বিরুদ্ধে l অন্যদিকে অর্জুন সিংহের দলবল ভোট করতে দেয়নি এই অভিযোগ তুলেছে খোদ তৃণমূল নেতৃত্ব l দু পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে অনেক রাত পর্যন্ত পুলিশি টহল ছিল কাঁকিনাড়ার প্রতিটি প্রান্তে l এই ইস্যুতেই আজ সকালে রেল অবরোধ শুরু হয়, তবে পরিস্থিতি মোকাবেলা করতে রেল কর্তৃপক্ষ বেশ কিছু প্যাসেঞ্জের স্পেশাল চালাচ্ছে বলে শেষ পাওয়া খবরে জানা গেছে l তবে নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষ প্রবল দুর্ভোগে l
No comments