ব্রেকিং নিউজ

মুকুল মুকুল'ই : ফের প্রমান করলেন নিজেকে

সাতদিনের সমাচার  :-  গোটা রাজ্যে বিজেপির সংগঠনকে ঢেলে সাজানোর দায়িত্ব নিয়ে  মুকুল রায় প্রমাণ করে দিলেন রাজনীতির 'কৌটিল্য' তিনিই l কেননা, বারাকপুর লোকসভায় যে ভাবে বিজেপির শক্তিবৃদ্ধি হচ্ছে তাতে করে ২০২১ পর্যন্ত আর অপেক্ষা করতে হবে বলে মনে হচ্ছে না । পিতা-পুত্রের হাত ধরেই তৃণমূল দলটি ধীরে ধীরে শেষ হয়ে যাবে একুশের আগেই l অন্তত হিসেব কিন্তু তাই বলছে ! 
    শেষের শুরু বোধহয় হয়েই  গেল, কেননা তৃণমূল ছাড়তে চলেছেন ভাটপাড়া, নৈহাটী, হালিশহর এবং কাঁচরাপাড়া পুরসভার প্রায় ৪০ জন তৃণমূল পুর সদস্য ! অবিশ্বাস্য হলেও এই দলেই রয়েছেন বীজপুরের দাপুটে তৃণমূল  নেতা প্রবীর সরকার,   কাঁচরাপাড়ার উপপুরপ্রধান মাখন সিনহা এমনকি হালিশহর পুরসভার পুরপ্রধান অংশুমান রায়ও ! ইতিমধ্যেই গোটা দলটি দিল্লি উড়ে গিয়েছে, মঙ্গলবারই দিল্লিতে বহিস্কৃত তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়ের নেতৃত্বে বিজেপির সদর দপ্তরে গিয়ে  আনুষ্ঠানিক ভাবে তারা পদ্মপতাকা হাতে তুলে নেবেন বলে সমর্থিত সূত্রের খবর l গেরুয়া শিবিরে যোগ দেয়ার পর দিল্লি ফেরত পুর সদস্যরা অনাস্থা প্রস্তাব এনে তৃণমূল পুরবোর্ডগুলি ভাঙার প্রক্রিয়ায় জোর দেবেন।
এই লোকসভার সব পুরসভাই  একে একে এই পথে হাঁটবে বলে দাবি করেছেন বিজেপি নেতা অর্জুন সিং।
  এদিকে নিন্দুকরা বলছেন, একাধিক অগ্নিপরীক্ষা পার করেও এতদিন 'দিদি'র প্রতি আনুগত্যে অবিচল ছিলেন শুভ্রাংশু। কিন্তু সেই দিদি'ই  যখন লোকসভা ভোটের মুখে শুভ্রাংশুকে 'গদ্দারের ছেলে' বলে গাল পাড়লেন, সেই অপমান আর হজম করতে পারেননি শুভ্রাংশু । তা সত্ত্বেও  ভোটে তৃণমূলের হয়েই সক্রিয় থেকেছেন তিনি l ভোটের রায় বেরোনোর পর বীজপুরে দলের ভরাডুবির যাবতীয় দায় নিজের কাঁধে তুলে নিয়ে সাংবাদিক বৈঠকে নিজের ক্ষোভের কথা প্রকাশ করতেই দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূলের  মহাসচিব ছ'বছরের জন্য তাকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা  করেন। মূলত, এর প্রতিবাদেই বীজপুরের প্রায় সমস্ত তৃণমূল কার্যালয়, ক্লাব সংগঠন রাতারাতি নিজেদের অবস্থান বদল করে গেরুয়া রঙে রেঙে ওঠে বলে দাবি রায় অনুগামীদের। তাদের দাবি, খুব শীঘ্রই একই চিত্র দেখা যাবে শিল্পাঞ্চলের পুরসভাগুলিতেও l
দিল্লির দলে থাকা নামপ্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল কাউন্সিলর জানান , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণের উন্নয়ন চান। সেই উন্নয়নমূলক কর্মযজ্ঞে সামিল হতেই তারা বিজেপিতে যোগ দিতে এসেছেন । 
  গেরুয়া শিবিরকে আরও শক্তিশালী করে ফের একবার নিজেকে দল তথা দেশের মানুষের কাছে প্রমান করলেন মুকুল রায়, মুকুল রায়'ই ।

No comments