ফের বোমা উদ্ধার কাঁচরাপাড়ায়
সাতদিনের সমাচার : থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে পরিত্যক্ত রেল কোয়ার্টার এর ছাদে মজুত করা বোমা মেলার পর ফের গোপন সূত্রে খবর পেয়ে বীজপুর থানার তৎপরতায় কাঁচরাপাড়া সারদা পল্লী গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার হল প্রচুর তাজা বোমা l বোমা কারা মজুত করেছে এবং কি উদ্দেশ্যে তা তদন্ত করে দেখছে বীজপুর থানার পুলিশ l তবে ভোটে সন্ত্রাস করতেই তৃণমূলের গুন্ডা বাহিনী বোমা জড়ো করেছিল বলেই অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা l এলাকার মানুষজন আতঙ্কে l
No comments