ব্রেকিং নিউজ

জার্সি বদলে সবুজ থেকে গেরুয়া : বিজেপির মান থাকবে তো ? উঠছে প্রশ্ন

বাপ্পাদিত্য  কাশ্যপ : বীজপুর রাতারাতি ত্যাগের প্রতীক হয়ে উঠেছে ! অর্থাৎ তৃণমূলের যাবতীয় পাপ ধুয়ে মুছে একরাতে সমস্ত দলীয় কার্যালয় থেকে মুখ্যমন্ত্রীর খয়রাতিভুক্ত ক্লাব সবই গেরুয়া রঙে ধুয়ে ফেলা হয়েছে। এদিকে নির্ধারিত কর্মসূচী অনুযায়ী বিধায়ক শুভ্রাংশু রায় তার পেটোয়াদের নিয়ে দিল্লি উড়ে গিয়ে পদ্মপতাকা হাতে নিয়েছেন l এমতাবস্থায় চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠছে দুর্দিনে দলের পাশে থাকা বারাকপুর শিল্পাঞ্চলের বিজেপি কর্মীদের, কেননা যে মুখগুলো পঞ্চায়েত থেকে পুরসভায় দুর্নীতি আর স্বজন পোষণে সিদ্ধহস্ত হয়ে উঠেছিল তারাই আজ জার্সি বদল করে গেরুয়া ধরেছে     ফল প্রকাশের পর হপ্তা ঘুরতে না ঘুরতেই ! শাসকদলের বড়-ছোট-মেজো নেতাদের দলে দলে পদ্ম ধরার বহর দেখে সাধারণ মানুষ যারা তৃণমূলের নাগপাশ থেকে মুক্তি পেতে হাত খুলে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা একপ্রকার হতাশই!
ইতিমধ্যেই  কাঁচরাপাড়া, হালিসহর, নৈহাটী, ভাটপাড়া পুরসভার সিংহভাগ কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়ে পুরসভার দখল নিতে উঠে পড়ে লাগছেন। নিন্দুকেরা প্রশ্ন তুলেছেন,  দালালি, সিন্ডিকেট,বালি পাচার,মিড'ডে মিল, প্রোমোটিং ত্রিফলা কাণ্ড, সারদা, নারদ কেলেঙ্কারি সহ লক্ষ লক্ষ দুর্নীতিতে জড়িত দাগি-পচা তৃণমূলিগুলো এবার দাদার হাত ধরে  রাতারাতি এখন গেরুয়া। এই নির্লজ্জ লোকগুলোর জন‍্য  বিজেপিরও মুখ পুড়বে না তো ?

No comments