ব্রেকিং নিউজ

জয় শ্রীরাম' নিয়ে অতি সক্রিয় প্রশাসন : বাড়ি বাড়ি জোর তল্লাশি ভাটপাড়া জুড়ে

সাতদিনের সমাচার : এ যেন ঠিক 'চুন চুন' কে মারার প্রচেষ্টা, একেবারে ঘরে ঢুকে ঢুকে কেননা খোদ মুখ্যমন্ত্রীর আদেশ বলে কথা ! খুনি গুন্ডারা নেতাদের সঙ্গে সেলফি তুলে বেড়াক তাতে ক্ষতি নেই! কিন্তু রাজ্যের মুখ্য মন্ত্রীকে উদ্দেশ্য করে 'জয় শ্রীরাম' বলার মতো অপরাধের অভিযুক্তদের চিহ্নিত করে তাদের জেলবন্দি  করতে এখন অতি সক্রিয় প্রশাসকে আটকায় কার সাধ্য ? বৃহস্পতিবার রাতেই আটক জনা দশে'ক অভিযুক্ত, যারা নাকি মন্ত্রীর কনভয়ের সামনে 'জয় শ্রীরাম' বলে গালি দিয়েছিলেন ! নবান্ন তরফেও এই মুহূর্তে 'জয় শ্রীরাম' ধ্বনিকে মোটেই হালকা ভাবে নেয়া হচ্ছে না, দরকারে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও প্রশাসন কার্পণ্য করবে না বলে সাফ জানানো হয়েছে l বিজেপি শিবির অবশ্য একে প্রতিহিংসার রাজনীতি বলেই মনে করছে, এবং এই ধরণের প্রশাসনিক সক্রিয়তাকে দলদাস সুলভ আচরণ বলেই আখ্যা দিয়েছে l তবে তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়াতেই এই প্রয়াস l প্রসঙ্গত, তৃণমূলের ঘরছাড়াদের ঘরে ফেরাতে খোদ মুখ্যমন্ত্রী নৈহাটী এসে দরবার করে ফেরার পথে ভাটপাড়ায় ' জয় শ্রীরাম' ধ্বনির মুখে পড়েন, ভিড়ের মধ্যে একটি বাচ্চার কণ্ঠে রাম ধ্বনি শুনে মমতা মেজাজ হারান, এবং গাড়ি থেকে নেমে  আমজনতাকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক ভঙ্গিতে  ধমকাতে থাকেন, যার গোটা ভিডিও রাজ্যের জনতা দেখে ফেলেছেন সোশ্যাল মিডিয়াতে l এর মধ্যে মুখ্যমন্ত্রী কে সন্তুষ্ট করতে প্রশাসনিক দৌরাত্ম শুরু হয়েছে l পুলিশ সূত্রে খবর, সবকটাকে উচিত শিক্ষা দেয়া হবে l

No comments