ব্রেকিং নিউজ

জীবনাবসান বর্ষীয়ান অভিনেতা ও গায়ক মৃণাল মুখোপাধ্য়ায়ের

নিজস্ব প্রতিবেদন (অংকিতা মুখার্জী):  আজ  মধ্যাহ্নে বর্ষীয়ান অভিনেতা ও গায়ক মৃণাল মুখোপাধ্য়ায়ের জীবনাবসান হল। বেশ অনেক দিন ধরেই বার্ধক্য়জনিত সমস্য়ায় ভুগছিলেন তিনি। প্রায়  পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তিনি কাজ করেছেন ছোটপর্দা ও বড়পর্দায়। দীর্ঘদিন ধরেই ক্য়ানসারে আক্রান্ত ছিলেন অভিনেতা। গতকাল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন তিনি।

অভিনেতার মৃত্যুতে শোকাহত সমগ্র বাংলা বিনোদন জগৎ। আশির দশক থেকেই তাঁর গান মুগ্ধ করেছেন শ্রোতাদের ।দীর্ঘ সময় বাংলা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন এবং বড়পর্দা ও ছোটপর্দার পাশাপাশি রেডিও নাটকেও অত্য়ন্ত জনপ্রিয় ছিলেন তিনি। তিনি বেশি জনপ্রিয় ছিলেন খল চরিত্রের  জন্য় কিন্তু বিভিন্ন ধরনের চরিত্রে দর্শক দেখেছেন তাঁকে । এছাড়া সাম্প্রতিক বেশ কিছু বাংলা ধারাবাহিকেও কাজ করছিলেন তিনি।

No comments