ভোট পরবর্তী আফটারশকে কাঁপছে বীজপুর
সাতদিনের সমাচার : ভোট পরবর্তী ভোট মিটতেই গতকাল সন্ধ্যা থেকে তৃণমূল ইরিনামূল তৃণমূল - বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বীজপুরের বিভিন্ন এলাকা l পরিস্থিতি সামাল দিতে মোতাযেন করা হয় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী l সন্ধ্যার পর থেকেই কেন্দ্রীয় বাহিনীর প্রতি আক্রোশ মেটাতে গিয়ে জেঠিয়া পঞ্চায়েত এলাকায় পুলিশের গাড়িতে আগুন ধরানোর চেষ্টা চলে বলে অভিযোগ l এমনকি স্থানীয় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে, তবে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা দুষ্কৃতীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায় l অন্যদিকে গভীর রাতে গোটা বীজপুরে ব্যাপক বোমাবাজি চলে l অভিযোগ, এমনকি কাঁচরাপাড়ার পৌরসভার পুরপ্রধান সুদামা রায়ের পাড়াতেও বোমা পড়েছে, জানা গেছে, তৃণমূল পার্টি অফিস লক্ষ্য করেও বোমা ছোড়ে কিছু দুষ্কৃতী, হালিশহরে তৃণমূল কংগ্রেস কর্মী সোনাই ঘোষের পার্টি অফিসের সামনেও কে বা কারা গভীর রাতে বোমা ফেলা হয় বলে তৃণমূল কংগ্রেস কর্মীরা অভিযোগ তুলছে l এতে বিজেপির হাত রয়েছে বলে দাবি করছে তারা l অপরদিকে, বিজেপি কর্মী সোনু সিং এর বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ফেলেছে বলে অভিযোগ, তৃণমূলী গুন্ডারা এই কাজ করেছে বলে পাল্টা অভিযোগ হয়েছে বিজেপির পক্ষে l উত্তপ্ত বীজপুর সামলাতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে l
No comments