ব্রেকিং নিউজ

এই জয় আমি বারাকপুরবাসীকে উৎসর্গ করলাম : অর্জুন

সোনালী ব্যানার্জী : দু' দুবারের তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীকে ১১ হাজারেরও বেশি ভোটে হারিয়ে বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করলেন বিজেপি- প্রার্থী অর্জুন সিং। এই জয় তিনি উৎসর্গ করেছেন সাধারণ মানুষকে, তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদির উপর আস্থা রেখে আমায় যারা ভোট দিয়ে জিতিয়ে এনেছে তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং সশ্রদ্ধ প্রণাম l' জয়ের খবর মিলতেই শিল্পাঞ্চলের বিজেপি শিবিরে প্রবল উচ্ছাস l বাজির আওয়াজ আর গেরুয়া আবিরে ছেয়ে বীজপুর থেকে  বারাকপুর l মোট ৭ টি বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীরা এই জয় নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন জয়ধ্বনির সঙ্গে l পছন্দের প্রার্থীর এই জয়ে খুশি তৃণমূলে  বীতশ্রদ্ধ আম জনতার অধিকাংশ l

No comments