ব্রেকিং নিউজ

এলাকায় শান্তি না ফেরা পর্যন্ত জয় আমার কাছে মূল্যহীন : পবন সিং

  সাতদিনের সমাচার : ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনেও জয়ী হয়েছেন  অর্জুন তনয় পবন সিং।  প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা মদন মিত্র। জানা গেছে, তাদের মধ্যে জয়ের ব্যবধান ছিল ২১ হাজার ৮০০ ভোট। প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনিও পিতার মতোই জয় উৎসর্গ করেছেন সেই সমস্ত মানুষকে যারা তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করেছেন l রাজনীতির আঙিনায় নতুন হলেও অভিজ্ঞ রাজনীতিকের মতোই তাকে আজ হিন্দি ভাষায় বলতে শোনা গেছে,  'জিতেও আমি আজ খুশি হতে পারছি না, কারণ গত কয়েকদিন ধরে যেভাবে আমাদের ভাটপাড়া, কাঁকিনাড়া এলাকাতে দুষ্কৃতী তাণ্ডব হয়েছে, অশান্তির আগুন জ্বলেছে তাতে ক্ষতি হয়েছে নিরীহ সাধারণ মানুষের l অনেকেই আতঙ্কে ঘরছাড়া, অনেকের দোকানপাট, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে, সন্ত্রাস করা হয়েছে, দাঙ্গা বাধানোর চেষ্টা হয়েছে, আমার প্রথম কাজ এলাকায় পুরোপুরি শান্তি ফিরিয়ে আনা, ঘরছাড়াদের ঘরে ফেরানো, যতদিন না আমি এই কাজ শেষ করতে পারছি, এই জয় আমার কাছে মূল্যহীন l'

No comments