ব্রেকিং নিউজ

বিজেপির কালা দিবস পালন বীজপুরে

সাতদিনের সমাচার : বসিরহাট জেলার  সন্দেশখালি থানা এলাকার  তৃণমূল নেতা শাজাহান ও তার গুন্ডা বাহিনী ওই এলাকার বিজেপি কর্মীদের উপর নৃশংস গণহত‍্যা চালায় সম্প্রতি l তারই প্রতিবাদে ১০ জুন সোমবার বীজপুর জুড়ে   কালা দিবস পালন করে স্থানীয় মণ্ডল বিজেপি কর্মীরা l এদিন বিকেলে কাঁচরাপাড়ার এক বস্ত্র বিপণির সামনে থেকে একটি   মৌন মিছিল শহর প্রদক্ষিণ করে । মিছিলে হাজির ছিলেন বিজেপির উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি ফাল্গুনী পাত্র, জেলা সম্পাদক অরিন্দম দে, কাঁচরাপাড়া মন্ডল সভাপতি সমর দাস, সম্পাদক সোনু সিংহ এবং কয়েকশো বিজেপি সমর্থক l

No comments